আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিবালয়ে ট্রাক ব্যবসায়ী খুন

শিবালয়ে ট্রাক ব্যবসায়ী খুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Manikgoমানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী বাসস্ট্যান্ডে আব্দুল মজিদ (৪০) নামে এক ট্রাক ব্যবসায়ী খুন হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) ভোরে উথুলী বাসস্ট্যান্ডে পার্ক করা ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

নিহত ব্যক্তি ঢাকার আশুলিয়া উপজেলার ডেইরি ফার্মের গেরুয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

আব্দুল মজিদের ছেলে রাজিব হোসেন বলেন, বাবা পেশায় একজন ট্রাক ব্যবসায়ী। পাশাপাশি নিজের ট্রাক চালাতেন তিনি। সোমবার রাতে বাবা আমাদের ট্রাকে পল্লী বিদুত্যের ট্রান্সমিটার নিয়ে অপর চালক জহিরের সঙ্গে গোপালগঞ্জ যাচ্ছিলেন। ভোরে ট্রাকচালক জহির আমার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে জানান যে তার সঙ্গে বাবার মারামারি হয়েছে এবং বাবাকে গুরুতর আহত অবস্থায় ট্রাকের ভেতর বেঁধে রেখেছেন তিনি।

পরে ভোর সাড়ে ৫টার দিকে আমরা উথুলী এসে বাবাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে জহিরের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেননি রাজিব।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও ট্রাকচালক জহিরকে আটক করার চেষ্টা চলছে।