আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শিল্পার বাড়িতে চুরি

শিল্পার বাড়িতে চুরি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মুম্বাইয়ের জুহুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র হারিয়েছে। শিল্পার দায়ের করা মামলায় পুলিশ দুজনকে আটক করেছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

বৃহস্পতিবার (১৫ জুন) জুহু থানা পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে শিল্পার বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরে তিনি থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরুর পর চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে জুহু থানা পুলিশ।

শিল্পাকে পরবর্তীতে দেখা যাবে রোহিত শেঠির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে পা রাখছেন শিল্পা। তা ছাড়াও কন্নড় ভাষার ‘কেডি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।