আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শিল্পা-রাজের সংসারে ভাঙনের সুর

শিল্পা-রাজের সংসারে ভাঙনের সুর


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৭:৫০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


Shilpa_Rajকাগজ অনলাইন ডেস্ক: বলিউডে চলছে বিচ্ছেদের মৌসুম। দুদিন পর পর শোনা যাচ্ছে একের পর এক তারকা জুটির মধ্যে ছাড়াছাড়ির খবর। রণবীর-ক্যাটরিনা, ফারহান-আধুনা, মালাইকা-আরবাজ, সুশান্ত-অঙ্কিতার ছাড়াছাড়ির পর এবার শিল্পা শেঠী এবং রাজ কুন্দ্রার সংসারে শোনা যাচ্ছে ভাঙনের সুর।

ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, গত ১৫ দিন ধরে রাজ কুন্দ্রা তার মুম্বাইয়ের জুহুর বাড়িতে থাকছেন না। শুধুমাত্র পোশাক নেওয়ার জন্য মাঝে মাঝে বাড়িতে আসছেন। এছাড়া গোসল, খাওয়া-দাওয়া, ঘুম সবকিছু তার বান্দ্রার অফিসেই সারছেন।

একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছেন, এর আগে এত সময় এভাবে বাড়ি ছেড়ে থাকেননি রাজ। এদিকে শোনা যাচ্ছে, অফিসের কাজের চাপেই নাকি এমনটা করছেন তিনি। কিন্তু রাজের অফিস থেকে বাড়ি খুব বেশি দূরে নয়। সব মিলিয়ে তাই গুঞ্জন সুখের স্বর্গে এবার ভাঙন ধরেছে।

২০০৯ সালে বিয়ে হয় শিল্পা শেঠী এবং রাজ কুন্দ্রার। ২০১২ সালে তাদের পুত্র ভিভানের জন্ম হয়।