আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশুকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

শিশুকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Gaibandhaগাইবান্ধা: গাইবান্ধায় তিন মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে জাহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ শরিফুল ইসলাম এ রায় দেন।

একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

তবে দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম মামলার পর থেকে পলাতক রয়েছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার চক বরুল গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে।

রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফি বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর রাতে জাহিদুল ইসলাম তার তিন মাসের শিশুছেলেকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় তার স্ত্রী পারুল বেগম বাদী হয়ে জাহিদুলকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার শুনানি শেষে বিচারক এ রায় দেন।

তবে জাহিদুল ইসলাম পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে তার সাজার মেয়াদ শুরু হবে বলে জানান পিপি।