আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// শিশুসহ ১৯৭ ইউক্রেনীয় নিহত : দেশটির স্বাস্থ্যমন্ত্রী

শিশুসহ ১৯৭ ইউক্রেনীয় নিহত : দেশটির স্বাস্থ্যমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২২ , ৪:২২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  রাশিয়ার হামরায় তিন শিশুসহ মোট ১৯৭ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো। তিনি জানান, হামলায়  ১,১১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৩ জন শিশু রয়েছে। রয়টার্স বলেছে যে, স্বাস্থ্যমন্ত্রী কেবল বেসামরিক হতাহতের কথা উল্লেখ করছেন কি না, তা স্পষ্ট নয়।

উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি এবং কিয়েভে শনিবার সকালে ফের যুদ্ধ শুরু হয়। রয়টার্সের মতে, সুমিতে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে নিযুক্ত রয়েছে আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী। ইউক্রেনের রাজধানীতে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।