আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শীতে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময় নির্ধারণ

শীতে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময় নির্ধারণ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৪ , ১:০২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : তীব্র শীত ও দেশের অনেক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সকাল ১০টায় শুরু হবে। এই সিদ্ধান্ত আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে গত সোমবার নতুন এই সময়সূচির কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার আগের নির্দেশনা বহাল থাকবে। আদেশে বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে।