আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শুটিংয়ে আহত সঞ্জয় দত্ত

শুটিংয়ে আহত সঞ্জয় দত্ত


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৫, ২০২৩ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত শুটিং সেটে আহত হয়েছেন। জানা গেছে, শুটিংয়ে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন তিনি। এতে মাথায় আঘাত লেগে কিছুটা কেটে গেছে। ফলে মাথায় বেশ কয়েকটা সেলাইও দেওয়া হয়েছে। ‘ইন্ডিয়ান টাইমস’র খবরে এ তথ্য জানা গেছে। এ ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। আসলে অভিনেতাকে তলোয়ার নিয়ে অ্যাকশন করতে হচ্ছিল। কিন্তু অসাবধানতাশত আঘাত লাগে মাথায়। তৎক্ষণাৎ বিশেষ একটি দল সঞ্জয়কে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে অভিনেতা নাকি কোনো ছুটি নেননি। প্রাথমিক চিকিৎসার পর আবার তিনি শুটিং ফ্লোরে ফিরেছেন। এ মুহূর্তে পুরী জগন্নাথ পরিচালিত ‘ডবল ইস্মার্ট’ সিনেমার শুটিংয়ে রয়েছেন সঞ্জয়। সম্প্রতি থাইল্যান্ডে এ সিনেমার শুটিং শুরু হয়। তবে এ দুর্ঘটনা প্রসঙ্গে সঞ্জয় এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তাই এ খবরের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এর আগে গত এপ্রিল মাসে কন্নড় সিনেমা ‘কেডি’-র সেটে বোমা ফেটে সঞ্জয়ের আহত হওয়ার গুজব ছড়ায়। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে সিনেমা শুটিং চলাকালীন নাকি আচমকাই ফেটে যায় বোমা। ফলে খবর ছড়িয়ে পড়ে অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। শুটিংও নাকি বন্ধ। পরে অবশ্য খবরটি একেবারেই গুজব বলে সামাজিক যোগাযোগাযোগ মাধ্যমে জানান সঞ্জয়।