আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শুরুতেই মোস্তাফিজের সাফল্য

শুরুতেই মোস্তাফিজের সাফল্য


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ২:২২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ওয়ানডেতেও মোফিজের হাত ধরে প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিউই ওপেনার উইল ইয়ংকে ফিরিয়েছেন তিনি। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। ক্রিজে ফিন অ্যালেনের সঙ্গী চ্যাড বোয়েস। চোট থাকায় আজকের ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।
নুরুল হাসান সোহানকেও এই ম্যাচে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। দ্বিতীয় ওয়ানডের একাদশে আছেন হাসান মাহমুদ। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড।