আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য শেয়ারবাজারে ৪০০ কোটি টাকার নিচে লেনদেন

শেয়ারবাজারে ৪০০ কোটি টাকার নিচে লেনদেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২৩ , ৪:১০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : দেশের শেয়ারবাজারে টানা তিন দিন পতনের পর মঙ্গলবার (৮ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারে লেনদেন কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১০টি কোম্পানির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত আছে ১৭৫টির। ডিএসইতে মোট ৩৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ২১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে।