আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শেষকৃত্যে ভালোবাসায় সিক্ত এন্ড্রু কিশোর

শেষকৃত্যে ভালোবাসায় সিক্ত এন্ড্রু কিশোর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২০ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  প্লেব‌্যাক সম্রাট‌ এন্ড্রু কি‌শোরকে শেষবা‌রের ম‌তো দেখ‌তে এসে‌ছেন রাজশাহী শহ‌রের সংগীত‌প্রেমীরা। অসংখ‌্য ভক্ত‌দের ভা‌লোবাসায় সিক্ত হ‌চ্ছেন। তার মর‌দেহের উপর ফুল রে‌খে শ্রদ্ধা জানা‌চ্ছেন সবাই।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর স্থানীয় চা‌র্চে আজ শেষ শ্রদ্ধা জানা‌তে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে এন্ড্রু কি‌শোরকে। সকাল ৯টা থে‌কে ১০টা পর্যন্ত গির্জার ম‌ধ্যে রাখা হয় তা‌কে। এরপর প্রিয় গায়‌কের প‌রিবার প‌রিজন ছে‌লে মে‌য়ে‌দের নি‌য়ে প্রর্থানা ক‌রেন ফাদ‌ার। দুপুরে তাকে পাশেই খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হবে। লাখো-কোটি ভক্তের চোখের জলে বাংলাদেশের কণ্ঠরাজ এন্ড্রু কিশোরকে চিরবিদায় দেয়া হবে।

প্রসঙ্গত, ক্যান্সারের কাছে পরাজিত হয়ে গত ৬ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। তার পর অস্ট্রেলিয়ায় অবস্থানরত তার দুই সন্তানের জন্য অপেক্ষা করা হচ্ছিল। বাবা এন্ড্রু কিশোরকে শেষবারের মতো দেখতে সোমবার অস্ট্রেলিয়া থেকে রাজশাহী এসে পৌঁছেছেন তার মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা। আর ছেলে জয় এন্ড্রু সপ্তক ফিরেছেন বৃহস্পতিবার।