আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড শেষ আটে খেলার স্বপ্ন উজ্জ্বল করল রহমতগঞ্জ

শেষ আটে খেলার স্বপ্ন উজ্জ্বল করল রহমতগঞ্জ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৮:৫০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


13কাগজ অনলাইন প্রতিবেদক: ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে পুরান ঢাকার ক্লাবটি।

এবার ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আটকে দিয়েছিল রহমতগঞ্জ। ২-২ গোলে ড্র করেছিল তারা। গ্রুপের শেষ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে টিম বিজেএমসি। সেই ম্যাচে যে দল জিতবে তাদের সঙ্গে রহমতগঞ্জও কোয়ার্টার ফাইনালে চলে যাবে। আর যদি মোহামেডান-বিজেএমসি ড্র করে। তাহলে গোলগড়ে নির্ধারিত হবে কোন দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় টিম বিজেএমসি। ম্যাচের ৬৪ মিনিটে বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু গোল করে দলকে এগিয়ে নেন। তাকে গোলে সহায়তা করেন আরেক মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজ।

ম্যাচের ৯০ মিনিটে গোলটি শোধ দেন রহমতগঞ্জের রফিকুর রহমান মামুন। বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল রহমতগঞ্জের দিদারুল আলমের বাকানো শট রুখে দেন। কিন্তু বল গিয়ে পড়ে মামুনের সামনে। তিনি বল জালে জড়াতে ভুল করেননি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রহমতগঞ্জ। এক ম্যাচ থেকে বিজেএমসি ও মোহামেডানের সংগ্রহ ১ পয়েন্ট করে।