আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২২ , ৩:১০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজারে ২০২২ সালের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬০টি কোম্পানির, দরপতন হয়েছে ১০৭টির এবং অপরিবর্তিত আছে ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩৪৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৮ পয়েন্টে, সিএসসিএক্স ২০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৮২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬টি কোম্পানির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত আছে ৯৪টির। দিন শেষে সিএসইতে ৩৪ কোটি ২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।