আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য শেয়ারবাজারে সূচক-লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন

শেয়ারবাজারে সূচক-লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক :  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে সূচকের পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা বেড়েছে। এ সময় লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে ৫৯৭ কোটি ২৬ লাখ টাকা।  শনিবার (৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ২১০ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৫৩টি, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত ছিলো ২০৮টির শেয়ার ও ইউনিট দর। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৪ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক অপরিবর্তিত থেকে ২ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি ২ লাখ টাকা। গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৭ লাখ ৫৪ হাজার ৪৯৭ কোটি ৯৭ লাখ টাকা। আলোচ্য সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাজার মূলধন বেড়েছে ২৮৬ কোটি ৪ লাখ টাকা।

গেলো সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ১৯ লাখ ৭৬ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন ১২ কোটি ২৩ লাখ টাকা কমেছে। সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে মোট ২৬৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিলো ১২৯টির শেয়ার ও ইউনিট দর।