আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শোয়ার্জনেগারের আদর্শ ছিলেন আলি

শোয়ার্জনেগারের আদর্শ ছিলেন আলি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৩:৫৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


Ali-bgঅনলাইন বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলি ছিলেন তার আদর্শ ও বিশাল অনুপ্রেরণা। কেনটাকির লুইভিলেতে আলির দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে তার সঙ্গে কাটানো সময়ের দিকে ফিরে তাকান ‘টার্মিনেটর’ তারকা।

৬৮ বছর বয়সী শোয়ার্জনেগার বলেছেন, ‘আলিকে সম্মান জানাতে এখানে এসেছি। কারণ আমি মনে করি, তিনি আমাদের সবার জন্য বিশাল অনুপ্রেরণা। তিনি ছিলেন আমার আদর্শ। মানুষ আমার কাছে কারা আদর্শ তা জানতে চায়। তিনি পাঁচজনের মধ্যে একজন যাদের কথা আমি সবসময় উল্লেখ করি। তার উদারতা ও অনন্য দক্ষতা সবসময় মনে পড়বে আমাদের।’

ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর শোয়ার্জনেগার আরও উল্লেখ করেন- ক্রীড়াবিদ হিসেবে পাওয়া সাফল্যের জন্যই শুধু নয়, মানুষের প্রতি তার ভালোবাসার দিকটিও অনুপ্রেরণাদায়ক। আর্নল্ড বলেন, ‘রেস্তোরাঁয় খেয়ে ওয়েটারকে ১০০ ডলারও দিতে দেখেছি তাকে। তিনি ছিলেন দারুণ বন্ধু। তার সঙ্গে অনেক মজার সময় কেটেছে আমার।’

কেএফসি ইয়াম! সেন্টারে আলির দাফন অনুষ্ঠানে শোয়ার্জনেগারের পাশাপাশি অংশ নেন অভিনেতা উইল স্মিথ, কমেডিয়ান বিলি ক্রিস্টাল, ডেভ চ্যাপেল, নির্মাতা স্পাইক লি।