আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শ্রীলংকায় ৫ ক্রিকেটার রেখে দেশে ফিরেছে ভারতীয় দল

শ্রীলংকায় ৫ ক্রিকেটার রেখে দেশে ফিরেছে ভারতীয় দল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ১১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শ্রীলংকায় দীর্ঘ প্রায় দেড় মাসের সফর শেষ হলো শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলের। টি-টোয়েন্টি সিরিজ হেরে দেশেও ফিরেছেন তারা। কিন্তু লংকায় হোটেলে রেখে এসেছেন স্কোয়াডের ৫ ক্রিকেটারকে! ভুলে ফেলে আসেননি বা ভিসা জটিলতাও ছিল না। করোনা ইস্যুতে তিন সতীর্থকে ফেলে চলে আসতে হয়েছে রাহুল দ্রাবিড়ের দলকে। বাকি দুজন যাবেন ইংল্যান্ডে। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় চার্টার ফ্লাইটে করে কলম্বো থেকে ব্যাঙ্গালুরুতে পৌঁছায় ভারতীয় দল। যে দলে ছিলেন না ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গোথাম, যুজভেন্দ্র চাহাল, পৃথ্বি শ ও সূর্যকুমার যাদব। তারা কলম্বোতেই রয়ে গেছেন।
এদের মধ্যে ক্রুণাল, কৃষ্ণাপ্পা ও চাহাল করোনাভাইরাসে আক্রান্ত। কলম্বোয় টিম হোটেলেই আইসোলেশনে থেকে চিকিৎসা চলছে তাদের। আর পৃথ্বি শ ও সূর্যকুমার যাদব কলম্বো থেকে সোজা ইংল্যান্ডের বিমান ধরবেন। বিরাট কোহলির নেতৃত্বাধীন টেস্ট দলে যুক্ত হবেন তারা। শ্রীলংকা সফরে দ্বিতীয় সারির দল নিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে এসেছে ভারত। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হেরে গেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।