আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয় আওয়ামী লীগের

ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয় আওয়ামী লীগের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২২ , ৩:৩৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  দেশের উন্নয়ন অগ্রগতির বিরদ্ধে যারা ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত‌্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ‌্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ‌্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ১৯৫২ সালে যারা বাঙালি জাতিসত্ত্বার টুঁটি চেপে ধরতে চেয়েছিলো, যারা বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ হয়েছিলো, ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিলো। আজকে একুশের ফেব্রুয়ারিতে শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে আমাদের প্রত‌্যয় হচ্ছে, যারা দেশের বিরুদ্ধে, দেশের উন্নয়ন অগ্রগতির বিরদ্ধে ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

সরকার বাংলা ভাষার মর্যাদা বিশ্বব‌্যাপী প্রতিষ্ঠা করার ব‌্যাপারে কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ‌্য নিয়ে কাজ করছে সরকার।’

‘সরকার একুশের চেতনাকে ধ্বংস করেছে’ মির্জা ফখরুলের এমন বক্তব‌্যের জবাবে তথ‌্যমন্ত্রী বলেন, ‘এই দেশের সব অর্জন সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের বিরোধীদের নিয়ে রাজনীতি করা বিএনপি। বাঙালির চেতনাকে বিএনপি, খালেদা জিয়া ধারন করেন না। সুতরাং মির্জা ফখরুলের এসব কথা তার বেলায় প্রযোজ‌্য যে, বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধ্বংস করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের চেতনায় এবং একুশের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে চাই। উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে বিনির্মাণের মধ‌্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আজকের শপথ।

এর আগে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারা। এ সময় এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস‌্য আবদুর রহমান, শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস‌্য আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।