আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সংকটাপন্ন সৌমিত্র চট্টোপাধ্যায়, মস্তিষ্কে এমআরআই হতে পারে আজ

সংকটাপন্ন সৌমিত্র চট্টোপাধ্যায়, মস্তিষ্কে এমআরআই হতে পারে আজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২০ , ১২:১২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটাপন্ন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তার মস্তিষ্কে এমআরআই করার চেষ্টা করছেন চিকিৎসকরা।
জানা যায়, দ্বিতীয় প্লাজমা থেরাপির পরেও এখনও অস্থিরতা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মাঝেমধ্যেই রেগে যাচ্ছেন তিনি। এমনকি মাঝেমাঝে হাত-পাও ছুড়ছেন। ফলে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় প্লাজমা থেরাপির পরে ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এই মুহুর্তে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ শতাংশ। তার শারীরিক অস্থিরতা অনেকটাই কমেছে। আজ তার এমআরআই করার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার শরীরে শনিবার একটি প্লাজমা থেরাপির পরে রবিবার আরও একটি প্লাজমা থেরাপি করা হয়েছে। তারপরেও তার শরীরে অক্সিজেনের মাত্রা এখনও কম রয়েছে বলেই জানা গেছে। চিকিৎসকদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি।