আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সড়ক দুর্ঘটনায় ‘অড সিগনেচার’ ব্যান্ডের শিল্পী পিয়াল নিহত

সড়ক দুর্ঘটনায় ‘অড সিগনেচার’ ব্যান্ডের শিল্পী পিয়াল নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১১, ২০২৪ , ২:৩২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  এ সময়ের শ্রোতাপ্রিয় ব্যান্ড দল ‘অড সিগনেচার’র সদস্যরা মারাত্মক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আজ (১১ মে) এ দুর্ঘটনায় ব্যান্ডটির শিল্পী ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল ও গাড়িচালক নিহত হয়েছেন। খবরটি ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।

অড সিগনেচারের পেজ থেকে সকালে একটি পোস্টে বলা হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে ‘অড সিগনেচার’র গাড়ি মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব ‘সালাম’ আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।