আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে লড়ির ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির একটি লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান। নিহতরা হলেন- নবীর হোসেন (৫০) ও মো. হানিফ (৫০)। তাৎক্ষণিক নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান (অপরাধ) বলেন, রাঙামাটি- চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় একটি লড়ি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পওে আরও দুইজন মারা যান।