আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সবুজ আহমেদের এগিয়ে চলা…

সবুজ আহমেদের এগিয়ে চলা…


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২০ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  গ্রামের একটি রক্ষণশীল পরিবারে জন্ম । ছোট শহরে জন্ম ও বেড়ে ওঠা হলেও স্বপ্নটা যেন ছোট ছিল না। বাবা মায়ের দেয়া নাম ইয়াসিন সবুজ কিন্তু সবাই সবুজ আহমেদ নামেই তাকে চিনেন। ক্যারিয়ারের শুরুটা হয় মিউজিকের মাধ্যমেই। প্রফেশনালি গিটার বাজিয়েছেন খ্যাতনামা অনেক শিল্পীর গানে। নিজেও গান করেন গান বানান। ইতিমধ্যে নিজের মৌলিক একটি গান এবং দুইটি কভার সং করে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। সংগীতাঙ্গনেই শুধু নয়; নির্মাণেও পিছিয়ে নেই তিনি। শর্ট ফিল্মও বানিয়েছেন দুইটি। যেগুলোর মধ্যে ‘মেন্টাল’ ইউটিউবে ১০ লক্ষর ও বেশি মানুষ দেখেছে। নিজের আরো বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছেন এখন। তবে নিজেকে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই পরিচয় দিয়ে সাচ্ছন্দবোধ করেন তিনি। কাজ করেছেন স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’ ও ‘সিডি চয়েস মিউজিক’-এ এবং ডিজিটাল প্লাটফর্ম নিয়েই কাজ করছেন ‘চ্যানেল নাইন’-এ । তিনি বলেন, ক্রিয়েটিভ সব ধরেনর কাজ করতেই ভালো লাগে, কথা সাহিত্যিক নোমান প্রধান এর লেখায় ‘বহুবচন’ নাম একটি শর্ট ফিল্ম এর কাজ শেষ করলাম। নিজের একটি গান এর কাজ ও শুরু করেছি; আশা করি খুব শীঘ্রই মুক্তি পাবে ।