আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সব জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

সব জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২০ , ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


করোনাভাইরাস প্রতিরোধে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কর্মকর্তাদের নির্দেশনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। করোনাভাইরাস প্রতিরোধে জেলাগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন তিনি।

এ দিকে. টানা দুই দিন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত না হলেও তৃতীয় দিনে নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৪৯ জন। নতুন আক্রান্ত ব্যক্তি একজন নারী। তার বয়স ২০ এর কোঠায়।

আইডিডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১৫৩ জনসহ মোট এক হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আরো চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে বাড়ি ফিরলেন ১৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন। আইসোলেশনে আছেন ৬২ জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের।