আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে যে তিন শহর

সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে যে তিন শহর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২০ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এর ফলে বিশ্বের জনপ্রিয় তিনটি শহর রয়ছে চরম ঝুঁকিতে। গবেষকদল জানায়, আগে সমুদ্রে ধীরগতিতে পানি বাড়ত। এবার সেই রূপ বদলে গেছে। ইতোমধ্যে পানির স্তর বেশ কয়েকগুণ বেড়ে গেছে। তাদের আশঙ্কা- এমনভাবে চলতে থাকলে সমুদ্র উপকূলবর্তী শহরগুলো তলিয়ে যেতে পারে সমুদ্রের গর্ভে। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। কোন কোন শহর এ তালিকায় রয়েছে, তা-ও জানিয়ে দিয়েছেন তারা। এতে বিশ্বের ৩টি শহরের নাম জানা গেছে। শহরগুলো হলো- ভারতের মুম্বাই, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং চীনের সাংহাই শহর। শহর তিনটি এখনো বিপদসঙ্কুল এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে। এমন খবর শুনে চোখ কপালে উঠেছে ওই শহরগুলোর সাধারণ মানুষের। পাশাপাশি কপালে বিরাট চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠেছে পরিবেশবিদদের। কারণ যে হারে পানির স্তর উপরে দিকে উঠে আসছে, তাতে বিপদের আর বেশি দেরি নেই বলে মনে হয়। গবেষকরা জানান, ২১০০ সালের মধ্যে ৩৯.৩৭ ইঞ্চি এবং ২৩০০ সালের মধ্যে ১৯৭ ইঞ্চি বেড়ে যাবে সমুদ্রের পানির স্তর। যা উপকূলবর্তী শহরগুলোর জন্য মোটেই সুখবর নয়। পানির স্তর বৃদ্ধি পাওয়ার ফলে শহরগুলোতে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা তৈরি হবে।