আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের জন্য রুশ সমাজকে প্রস্তুত করা হচ্ছে: জেলেনস্কি

সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের জন্য রুশ সমাজকে প্রস্তুত করা হচ্ছে: জেলেনস্কি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২২ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :রাশিয়া তার জনগণকে পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের জন্য প্রস্তুত করছে। তবে তারা এখনও পরমাণু বোমা ব্যবহারের জন্য প্রস্তুত নয়। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। গত কদিন ধরেই শোনা যাচ্ছিল, রাশিয়ায় আক্রমণ করার জন্য পশ্চিমাদের কাছে অস্ত্র চেয়েছেন তিনি। এটিকেও ভুল অনুবাদ বলেছেন জেলেনস্কি। তার দাবি, রাশিয়ায় আক্রমণের কোনো ইচ্ছা ইউক্রেনের নেই। আপনাকে অবশ্যই প্রতিরোধমূলক আঘাত করতে হবে। তবে এ কথাটি আমি নিষেধাজ্ঞা আরোপের প্রতি ইঙ্গিত করে বলেছি, রাশিয়ায় হামলা নয়।
গত এক মাসে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরায় দখল করে নিয়েছে ইউক্রেন। চাপে পড়ে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি আইনগতভাবে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেছেন। এরপর নিজের নতুখ ভূখণ্ড দখলে রাখতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। যদিও পশ্চিমা বিশ্বের কাছে এই অন্তর্ভুক্তিকরণ পুরোপুরি অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সাত মাস ধরে চলা যুদ্ধ আবারও নতুন করে গতি পেতে যাচ্ছে বলে আশঙ্কারও জন্ম হয়েছে।
পুতিন এবং তার সহযোগিরা আজকাল প্রায়ই পরমাণু বোমা ব্যবহারের ইঙ্গিত দিচ্ছেন। বড় আকারের বোমা না মেরে তুলনামূলক ছোট আকৃতির বোমা ব্যবহারের কথা বলছেন তারা। যদিও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়া এগুলো শুধু মুখেই বলছে, কার্যত তাদের সেরকম কোনো প্রস্তুতি নেই।
বিবিসিকে জেলেনস্কি ইংরেজিতে বলেন, রুশ কর্মকর্তারা তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। এটা খুবই ভয়ানক ব্যাপার। তারা পারমাণবিক হামলা করতে এখনও প্রস্তুত নয়। কিন্তু তারা এ নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন। তারা জানেন না এটা কোথায় ব্যবহার করবেন বা কোথায় করবেন না। তার পরেও বিষয়টি নিয়ে কথা বলাও ভয়ংকর মনে হয় আমার কাছে। এরপর একজন ইউক্রেনীয় দোভাষীর মাধ্যমে জেলেনস্কি বলেন, আমরা দেখি, রাশিয়ার ক্ষমতায় থাকা লোকজনও জীবনকে পছন্দ করেন। সেই হিসাবে আমি মনে করি, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ততটা সুনির্দিষ্ট নয়, যেমনটি কিছু বিশেষজ্ঞও বলেছেন। কারণ, তারা জানে এটা ব্যবহার করে ফেলার পর পিছু হটার সুযোগ নেই। না তাদের দেশের ইতিহাসে, না নিজেরা ব্যক্তি হিসেবে।

গত বৃহস্পতিবার অনলাইন অনুষ্ঠানের দেয়া বক্তব্যে রাশিয়ার ওপর হামলা চালানোর আহ্বানের বিষয়টি অস্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার দাবি, যে ইউক্রেনীয় শব্দ তিনি ব্যবহার করেছেন, সেটাকে ভুলভাবে নেয়া হয়েছে। জেলেনস্কির ওই বক্তব্যের নিন্দা জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেটাকে ‘আরেকটি বিশ্বযুদ্ধ শুরুর আবেদন’ হিসেবে অভিহিত করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এতে প্রমাণিত হয় ইউক্রেনে রাশিয়ার অভিযান চালানোটা কেন সঠিক।
বিবিসিকে জেলেনস্কি বলেন, এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। কারণ, রাশিয়ার হুমকি ‘গোটা বিশ্বের জন্য ঝুঁকির’। তিনি দাবি করেন, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র দখলের মধ্য দিয়ে মস্কো এ পথে ‘ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে’। ইউরোপের সর্ববৃহৎ এই পারমাণবিক কেন্দ্রকে রাশিয়ার মালিকানায় নেওয়ার চেষ্টার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি বলেন, সেখানে প্রায় ৫০০ রুশ সেনা রয়েছেন। যদিও ইউক্রেনীয় কর্মীরাই এখনো সেটি পরিচালনা করছেন। জেলেনস্কি বলেন, বিশ্ব জরুরি ভিত্তিতে রুশ দখলদারদের কর্মকাণ্ড বন্ধ করতে পারে। এ ক্ষেত্রে বিশ্ব বেশকিছু নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারে এবং তাদেরকে পারমাণবিক কেন্দ্র ছাড়তে বাধ্য করতে সবকিছু করতে পারে। জেলেনস্কি আরও দাবি করেন, রাশিয়া নতুন যেসব সেনা পাঠাচ্ছে তাদেরকে কোনো বন্দুকও দেয়া হচ্ছে না। তাদেরকে শুধু মরার জন্য পাঠানো হচ্ছে। যদি তারা কাবাব হতে চায় তাহলে তাদের আসতে দাও। তবে তাদের উচিৎ নিজের জীবন নিয়ে ভাবা। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, পুতিন এখন তার নিজ দেশের মানুষকে নিয়ে ভীত। কারণ এই মানুষেরাই তাকে ক্ষমতা থেকে সরাতে পারবেন। তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনে হারলে কি পুতিন ক্ষমতায় টিকতে পারবে? উত্তরে জেলেনস্কি বলেন, এ নিয়ে আমার মাথা ব্যাথা নেই।