আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২২ , ৪:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় গতকাল সোমবার তাদের করোনা পরীক্ষা করা হয়। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা দুইজনই উত্তরায় তাদের বাসায় অবস্থান করছেন। এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে আগামীকাল বুধবার রাজশাহীতে বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাতে যোগ দিচ্ছেন না বিএনপির মহাসচিব।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মির্জা ফখরুল। যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।