আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সহসাই ফিরছেন না পপি

সহসাই ফিরছেন না পপি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৩ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : তিনি দেশের শীর্ষ নায়িকাদের একজন। তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এমন একজন নায়িকা গত প্রায় তিন বছর ধরে আড়ালে। কেউ তার খবর জানেন না। কাছের সহকর্মীরাও না। যদিও শিল্পী সমিতির নির্বাচনের সময় ২০২২ সালের শুরুর দিকে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেলের পক্ষে কেবলমাত্র একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। সেখানে এ প্যানেলকে ভোট দেয়ার পাশাপাশি অভিযোগও করেন। জায়েদ খানকে ইঙ্গিত করে ভিডিও বার্তায় তিনি জানান, শিল্পী সমিতির (সে সময়ের) একটিমাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে তাকে বার বার অপমানিত হতে হয়েছে। এ ভিডিও বার্তার পর ফের লাপাত্তা পপি। আর তাকে কোনো কিছুতেই পাওয়া যায়নি।
মধ্যে গুঞ্জন উঠেছে, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। এমনকি সন্তানের মাও হয়েছেন। কিন্তু এখনই বিষয়গুলো নিয়ে সামনে আসতে চান না এ নায়িকা। এ কারণেই তার আড়ালে থাকা। এদিকে পপির পরিবারও তার সম্পর্কে তেমন কিছু জানে না।
একাধিকবার পরিবারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। পপির দীর্ঘদিনের ব্যবহার করা মোবাইল ফোনটিও এখনো বন্ধ রয়েছে। কিন্তু দেশের শীর্ষ একজন নায়িকার এভাবে আড়ালে থাকার বিষয়টিকে রহস্যজনক বলেই মনে করছেন তার ভক্তরা। এদিকে কিছুদিন আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণকে পপির বিষয়ে জিজ্ঞাস করা হয়েছিল। তিনি তখন জানান, তার বিষয়ে তেমন কিছু বলতে পারবো না। এতটুকু বলবো, সে ভালো আছে। এদিকে ২০২০ পর্যন্ত পপি ‘ভালোবাসার প্রজাপ্রতি’ নামের একটি ছবির কাজ করছিলেন। তবে সে ছবির কাজ পুরোপুরি শেষ না করায় ছবিটি আটকে যায়। এদিকে একই বছর ২৩শে অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু তারপরই আড়ালে চলে যান পপি। এদিকে এ নায়িকার একজন ঘনিষ্ঠজন মানবজমিনকে জানান, কোনো চাপে নয়, ইচ্ছা করেই আড়ালে রয়েছেন পপি। তিনি ক্যামেরার সামনে আসতে প্রস্তুত নন। যখন তার মনে হবে সময় হয়েছে তখনই তিনি আসবেন। বিয়ে, সন্তান প্রসঙ্গে তিনি বলেন, তিনি ভালো আছেন, সুখে আছেন। বলতে পারেন এটা তার নতুন জীবন। এর বেশি কিছু বলা যাচ্ছে না। এখনই তিনি আড়াল ভাঙছেন না। এ নায়িকা আর অভিনয়ে ফিরবেন না বলেও ইঙ্গিত দেন তিনি।