আজকের দিন তারিখ ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড সাংবাদিকদের ফাঁকি দিয়ে খালুর বাড়িতে ‘দ্য ফিজ’

সাংবাদিকদের ফাঁকি দিয়ে খালুর বাড়িতে ‘দ্য ফিজ’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Photos-Mustafসাতক্ষীরা: সাতক্ষীরা শহরের কামালনগরে খালু বাড়িতে দুই মিনিটের যাত্রাবিরতি করলেন ‘দ্য ফিজ’ খ্যাত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার দিবাগত রাতে যশোর এয়ারপোর্ট থেকে সড়ক পথে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

পথে পুরোটাই ফাঁকি দিয়েছেন সংবাদ কর্মীদের। স্থানীয় সংবাদ কর্মীরা সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে অপেক্ষা করলেও তাদের ফাঁকি দিয়ে দ্য ফিজকে বহনকারী গাড়িটি ঢুকে পড়ে কামালনগরে। সেখানে খালু আনিছুর রহমানের বাড়িতে দুই মিনিট যাত্রা বিরতি করেন তিনি।

এ সময় খালু ও খালাম্মার সঙ্গে কুশল বিনিময় করে মিষ্টি মুখে নিয়েই রাত ১০টা ১০ মিনিটে রওনা হন বাড়ির পথে।