সাইফ উদ্দিনকে দেশের বাইরে পাঠাচ্ছে বিসিবি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২৩ , ৫:৪৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : কি অবস্থা, কেমন আছেন? এমন প্রশ্নে রাইজিংবিডিকে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘এইতো যাচ্ছে, জিম করছি, ফিট থাকার চেষ্টা করছি।’ কিন্তু ইনজুরির কি অবস্থা আপনার? এমন প্রশ্ন করতেই এই অলরাউন্ডার বলেন, ‘ভালো আছি, ইনজুরির বিষয়টা মেডিকেল বিভাগ জানে।’ দু’মাস আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা সাইফউদ্দিনকে কোথাও দেখা যাচ্ছিল না। নেই এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য ডাকা ৩২ সদস্যের প্রাথমিক দলেও।
সাইফউদ্দিন নিজেকে ভালো আছেন দাবি করলেও ইনজুরির বিষয়টা ছেড়ে দিয়েছেন মেডিকেল বিভাগের কাঁধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকেও নিশ্চিত করেছে সাইফউদ্দিন ভালো আছেন, তবে তার ইনজুরির অবস্থা বোঝার জন্য তাকে ৫ আগস্ট বিদেশ পাঠানো হচ্ছে।
রাইজিংবিডিকে মেডিকেল বিভাগ থেকে বলা হয়, ‘ইনজুরির অবস্থা বোঝার জন্য সাইফউদ্দিনকে আমরা দেশের বাইরে পাঠাচ্ছি। এখন সে ভালো আছে। বিদেশে তার ইনজুরির অবস্থান আরও পর্যালোচনা করা হবে, যদি কোনো চিকিৎসা প্রয়োজন হয় সেটাও হবে।’
মেডিকেল বিভাগ থেকে বলা হয়েছে, ‘প্রিমিয়ার লিগের পর তার পুরোনো ব্যাক ইনজুরি দেখা দেয়নি। কিন্তু সতর্কতার জন্য ম্যানেজম্যান্ট তাকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত দেয়। সাইফউদ্দিন সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে।