আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাকিব-কন্যা আলাইনা এখন প্রথম গ্রেডে

সাকিব-কন্যা আলাইনা এখন প্রথম গ্রেডে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২১ , ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্যা আলাইনা হাসান স্কুলে প্রথমে গ্রেডে পা রেখেছে। বিষয়টি সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন। পিঠে স্কুলব্যাগসহ আলাইনার একটি ছবি বৃহস্পতিবার পোস্ট করে সাকিব লেখেন, আমার ছোট্ট কন্যা আর ছোট নেই। স্কুলে প্রথম গ্রেডে প্রথম দিন শুরু হয়েছে তার। এর আগে ২০১৮ সালে দুই বছর ৯ মাস বয়সী আলাইনার শিক্ষা জীবন শুরু হয়। তাকে যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে ভর্তি করা হয়।
২০১২ সালের ডিসেম্বরে বিয়ে হয় সাকিব আল হাসান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশির। এর প্রায় তিন বছর পর ২০১৫ সালের ৮ নভেম্বর এই দম্পতির সংসারে জন্ম নেয় প্রথম কন্যা সন্তান আলাইনা হাসান অব্রি। এরপর ২০২০ সালের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। এরপর চলতি বছরের ১৬ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন শিশির। তার নাম রাখা হয়েছে ইজাহ আল হাসান।