আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সাঘাটায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

সাঘাটায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


Gaibandha-Voগাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মতলুবর রহমান রেজা।

শনিবার (০৪ জুন) সকাল ১০টার দিকে ইউপির বারকোনা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরু থেকে বিভিন্ন ভোট কারচুপি ও ব্যালটে ছিল মারছে সরকারদলীয় প্রার্থীর লোকজন। কিন্তু প্রশাসন ভূমিকা পালন না করে সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। তাই তিনি ভোট বর্জন করছেন।

তবে বারকোনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। বিএনপির প্রার্থীর ভোট বর্জনের কোনো লিখিত অভিযোগ তিনি পাননি।