আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাতক্ষীরায় ছোট ভাইকে হত্যার একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় ছোট ভাইকে হত্যার একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২১ , ১:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার একদিন পরে বড় ভাই শাহজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রাম থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন জগদানন্দকাটি গ্রামের আব্দুল মজিদ মল্লিক জানান, তার বড় ছেলে শাহজাহান মল্লিক রবিবার রাতে বাড়ির গেটে ছোট ছেলে মন্তাজ মল্লিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার মন্তাজের স্ত্রী পিয়া বেগম বাদী হয়ে শাহজাহানসহ তিন জনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শাহজাহানকে ধরার জন্য পুলিশ তার শ্বশুরবাড়ি নগরঘাটার শুকুর আলী বিশ্বাসের বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে মঙ্গলবার সকালে তিনি মোবাইল ফোনে খবর পান শাহজাহান কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের পরেশ রায় চৌধুরীর আমবাগানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক টিপু জানান, খবর পেয়ে পরেশ রায় চৌধুরীর আমবাগান থেকে শাহজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তার ছোট ভাই মন্তাজ মল্লিক হত্যা মামলার আসামি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।