আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাতক্ষীরায় নিখোঁজের ৯ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের ৯ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২১ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সাতক্ষীরা প্রতিনিধি : নিখোঁজের ৯ ঘণ্টা পর সাতক্ষীরা শহরতলির বকচরায় একটি পানিশূন্য ঘের থেকে আলমগীর হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে লাশটি দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়। নিহত যুবকের গলায় তারের ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ। আলমগীর সাতক্ষীরা সদর উপজেলার পশ্চিম বকচরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
নিহতের মা সুফিয়া খাতুনের বরাত দিয়ে সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, আলমগীর বৃহস্পতিবার রাত ৯ টায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ ভোরে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়। তিনি আরও জানান, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।