আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশের চলমান সন্ত্রাস ও জঙ্গি দমন অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, জেলার আটটি থানায় পুলিশের বিশেষ অভিযান চলছে। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযানে সদর থানায় ১০ জন, কলারোয়ায় তিনজন, তালায় দুইজন, কালিগঞ্জ থানায় পাঁচজন, শ্যামনগর থানায় সাতজন, আশাশুনি থানায় চারজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি।