আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাদুল্যাপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাদুল্যাপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


dead-bodyগাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আবু তাহের চৌধুরী (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী পাকা সড়কের গোপালপুর গ্রামের চৌধুরী ইট ভাটার পূর্ব পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু তাহেরের বাড়ি সদর উপজেলার খামার রঘুনাথপুর গ্রামে।

ধাপেরহাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন ধরে আবু তাহের মানসিক সমস্যায় ভুগছিলেন। ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রীর সঙ্গে বুধবার বিকেলে বোনের বাড়ি বিষ্ণপুর গ্রামে যান তিনি।

পরে রাতে ওই বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। সকালে স্থানীয়রা ভাটার পাশের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহত আবু তাহেরের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।