আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাপাহারে ২ ভাইয়ের ওপর বজ্রপাত, একজনের মৃত্যু

সাপাহারে ২ ভাইয়ের ওপর বজ্রপাত, একজনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২০ , ২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বজ্রপাতে এমদাদুল হক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কলমুডাঙ্গা গ্রামে রবিবার সন্ধ্যার সময় এই ঘটনা ঘটেছে। এমদাদুল হক ওই গ্রামের বাসিন্দা তৈমুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার সময় কলমুডাঙ্গা বড় মসজিদের পাশের বাসিন্দা দুই ভাই ইউসুফ আলী ও এমদাদুল হক বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ প্রবল বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হয়। একটি বজ্রপাত দুই ভাইয়ের উপর আঘাত করে। এতে ঘটনাস্থলেই ছোট ভাই এমদাদুল হক মারা যান। স্থানীয় লোকজন বড় ভাই ইউসুফ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।