আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সাবেক প্রেমিকসহ ১২ জনকে খুনের অভিযোগ থাই নারীর বিরুদ্ধে

সাবেক প্রেমিকসহ ১২ জনকে খুনের অভিযোগ থাই নারীর বিরুদ্ধে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৩ , ৫:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  থাইল্যান্ডে বিষ প্রয়োগ করে ১২ বন্ধু ও পরিচিত ব্যক্তিকে হত্যা করার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ব্যাংকক থেকে সারারাত রাংসিউথাপর্ন নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের শুরুতে রাংসিউথাপর্নের সঙ্গে বেড়াতে গিয়েছিল এক বন্ধুর। ওই বন্ধুর মৃত্যুর পর পরিবারের সদস্যরা রাংসিউথাপর্নকে সন্দেহ করে। অনুসন্ধানের পর পুলিশ জানিয়েছে, তাদের বিশ্বাস রাংসিউথাপর্ন তার সাবেক প্রেমিকসহ আরও ১২ জনকে হত্যা করেছে। আর্থিক কারণে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাংসিউথাপর্ন সব অভিযোগ অস্বীকার করেছেন।

রাংসিউথাপর্নের সঙ্গে তার ওই বন্ধু দুই সপ্তাহ আগে ব্যাংককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে গিয়েছিলেন। সেখানে তারা একটি নদীর তীরে বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছিল। অনুষ্ঠানের কিছুক্ষণ পরে বন্ধু সিরিপর্ন খানওং নদীতীরে পড়ে যায় এবং মারা যায়। ময়নাতদন্তের তার শরীরে সায়ানাইডের চিহ্ন পাওয়া গেছে। সিরিপর্নের মৃতদেহ যখন উদ্ধার করা হয়, তখন তার ফোন, টাকা ও ব্যাগ পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে যারা মারা গেছে তাদের দেহেও সায়ানাইডের অস্তিত্ব পাওয়া গেছে এবং তাদের ফোন, টাকা ও ব্যাগ পাওয়া যায়নি। ২০২০ সালে এই হত্যাকাণ্ড শুরু হয়েছিল।