আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সামরিক ব্যয় কমাবে না সৌদি

সামরিক ব্যয় কমাবে না সৌদি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৪:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা বন্ধ করবে না সৌদি আরব। করোনাভাইরাসে বিশ্বব্যাপী তেলের মূল্যহ্রাসের শিকার হয়েছে তেলনির্ভর অন্যান্য দেশসহ তারাও। তাই অভ্যন্তরীণ ব্যয় সঙ্কোচন নীতি অবলম্বন করলেও সামরিক খাতে ব্যয় অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তেলের দাম কমে যাওয়ায় সৌদি আরবের চলতি ২০২০ সালের বাজেটের প্রথম তিন মাসে ৯০০ কোটি ডলারের ঘাটতি পড়েছে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে রিয়াদ সরকার ঘোষণা করেছে যে, রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য গৃহায়ন বাবদ ব্যয় সংকোচন করবে। এর পাশাপাশি রাষ্ট্রীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিক রাখার জন্য ভ্যাটও তিনগুণ বাড়ানো হবে। এসব পদক্ষেপ পরও ফিনান্সিয়াল টাইমস রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, কঠোর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা সত্ত্বেও সৌদি আরব সামরিক ব্যয় অনেক বেশি বাড়াচ্ছে। এরই মধ্যে তারা আমেরিকার অস্ত্র নির্মাতা বড় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেছে। পশ্চিমা অস্ত্র নির্মাণ শিল্পের একজন নির্বাহী কর্মকর্তা জানান, সৌদি আরবের অর্থনৈতিক সংকট সত্বেও তারা অস্ত্র আমদানি খাতে কোনো ব্যয় সংকোচন নীতি গ্রহণ করবে না। ওই কর্মকর্তা এখন একটি উপসাগরীয় দেশে অবস্থান করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের ঠিকাদাররা এরইমধ্যে ২৬০ কোটি ডলারের অস্ত্র রপ্তানির অর্ডার পেয়েছে। যার আওতায় সৌদি আরব মার্কিন নির্মিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ও জাহাজ বিধ্বংসী ১০০০ ক্ষেপণাস্ত্র কিনবে। যুক্তরাষ্ট্রের আরেক অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানায়, ব্যয় সংকোচন নীতি সত্ত্বেও সৌদি আরব অস্ত্র আমদানি ও সামরিক খাতে কোনো কাটছাট করবে না।