আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সারাদেশে বজ্রপাতে ২১ জনের মৃত্যু

সারাদেশে বজ্রপাতে ২১ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২০ , ৫:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :   বজ্রপাতে বগুড়া ও পাবনায় ৮ জনসহ দেশের ১০ জেলায় ২১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিভিন্ন সময় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে বগুড়ায় মারা যাওয়া ৪ জন কাহালু, ধুনট, সারিয়াকান্দি ও শাজাহানপুর উপজেলার বাসিন্দা। পাবনার আটঘড়িয়া, চাটমোহর, সৃজানগর ও আতাকুলায় ৪ জন মারা গেছেন।

এদিকে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম, পাটুলী ও কালাদহ ইউনিয়নের তিন গ্রামের ৩ জন বজ্রপাতে নিহত হয়েছেন।

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের বজ্রপাতে এক যুবক মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়।

টাঙ্গাইলে সদর উপজেলায় বাঘিলে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রসহ ৩ জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

এছাড়া, হবিগঞ্জে ২ জন, নাটোরে ১ জন, বান্দরবানে ১ জন, নোয়াখালীতে ১ জন ও জয়পুরহাটে ১ জন বজ্রপাতে নিহত হয়েছেন।