সারার অবিশ্বাস্য সাফল্য
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২০ , ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনেরে শেষে ডেস্ক : ৯৫ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছেন নিজের ওজন। এটাকে অবিশ্বাস্য সাফল্য বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। এখন যারা সারাকে দেখবেন, তারা হয়তো শুরুতে চিনতেই পারবেন না তাকে। আর এই ওজন কমাতে কম পরিশ্রম করতে হয়নি সারাকে। বলিউডের উঠতি এ তারকা মাত্র দু’বছর আগেই অভিনয় জগতে পা রেখেছেন। এরই মধ্যে একের পর এক সুপারহিট ছবি ভরে নিয়েছেন তার ঝুলিতে। শুধু অভিনয় দিয়ে নয়, নিজের মিষ্টি স্বভাব দিয়েও অনুরাগীদের মন জয় করে নিয়েছেন সারা। চিরদিনই খুব স্পষ্ট বক্তা তিনি। মনের কথা চেপে না রেখে স্পষ্টভাবে বলতেই পছন্দ করেন তিনি। এমনকি নিজের ব্যক্তিগত জীবনের বিষয়েও বেশ খোলামেলা সইফ কন্যা। এর আগেই সারা জানিয়েছিলেন একটা সময় তার ওজন অত্যন্ত বেশি ছিল। প্রায় ৯০ কিলোর ওপর ওজন ছিল সারার। সেই সময়কার ছবিও এসেছিল প্রকাশ্যে। তখনকার সারা আর এখনকার সারার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রকাশ্যে এসেছিল সারার আগেকার চেহারার একটি ভিডিও। সেখানে স্পষ্ট দেখা গিয়েছিল আসলেই কতটা ওজন ছিল তার। নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন সারা আলি খান। এবার ফের কিছু পুরানো ছবি শেয়ার করেছেন সারা। লকডাউনে বাড়িতে বসে ডুব দিয়েছেন নস্টালজিয়ায়। মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিমের আগেকার ও এখনকার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কুলি নাম্বার ওয়ানের শুটিংয়ের সময়ে কিছুদিনের জন্য সপরিবারে গোয়া যান তিনি। এই ছবি তখনকারই। ছবি দেখে এখনকার ছিপছিপে সুন্দরীর সঙ্গে আগেকার সারার মিলই পাওয়া যাবে না। শুধু তাই নয়, একদম ছোট্ট বেলারও ছবি পোস্ট করেছেন সারা। সেই সবকটি ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।