আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সিনেমা বানাবেন আর এইচ সোহেল

সিনেমা বানাবেন আর এইচ সোহেল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২০ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : প্রতিবেদক আর এইচ সোহেল। প্রযোজক পরিচালক দুভাবেই তিনি মিডিয়ায় পরিচিত। দীর্ঘদিন ধরেই তিনি নাটক পরিচালনার সঙ্গে যুক্ত। আপাতত নিজে নাটক পরিচালনা বন্ধ রেখে প্রযোজনা করে যাচ্ছেন। সামনে চলিচ্চিত্র বানাবেন বলে পরিচালনা থেকে আপাতত বিরত আছেন বলে জানালেন তিনি। চলচ্চিত্রের নির্মাণের জন্য নিচ্ছেন নানা ধরণের প্রস্তুতি। তবে চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত এখনই জানাতে চান না তিনি। আর এইচ সোহেল বলেন, ‘আমি এমন ছবি বানাতে চাই যেই ছবি সারা দেশের মানুষ দেখতে আগ্রহী হবে। গতানুগতিক ছবি আমি বানাব না। সবকিছু নিয়ে এখন গবেষণা চলছে। চুরান্ত হলে সাবাইকে জানাব। আমি শুধু ব্যবসার জন্য কাজ করি না। দায়বধ্যতার জায়গা থেকে কাজ করি। এমন কিছু করতে চাই যাতে মানুষ আমাকে মনে রাখে। করোনার সংকটকালে শুটিংয়ের অনুমতি পাওয়ার পরেও ঝুঁকি নিয়ে অনেকেই যখন নাটক নির্মাণে সাহস করছিলেন না তখন গত ঈদে জন্য একাই ২৯টি নাটক বানিয়েছি। সহকর্মী ও সাধারণ শিল্পীদের ব্যাকার অবস্থা আমাকে পিড়া দিচ্ছিল, তাই তাদের কথা চিন্তা করে এক সঙ্গে এতগুলো নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। উদ্দেশ্য ছিল- সবাই টুকটাক কজ করে ভালোভাবে ঈদ করুক। এবার ঈদের পরে আবার ১৭টি নাটক নিয়ে মাঠে নেমেছি। এরই মধ্যে ঢাকা কেন্দ্রিক নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। বর্তমানে আর কিছু নাটকের কাজ চলছে শ্রীমঙ্গলে। আমরা সবাই জানি এক ঘণ্টার নাটক বানিয়ে লাভ করা যায় না, তার পরেও আমি বানাচ্ছি, আমার নেশা নতুন পরিচালক ও শিল্পী আবিষ্কার করা। অনেক পরিচালক শিল্পীর অভিষেক হচ্ছে আমার প্রযোজিত নাটকগুলু দিয়ে। আমি পরিচালকদের নতুন শিল্পী নিয়ে কাজ করতে বলি। এই নতুনদের মধ্য থেকেই হয়ত একদিন অনেক বড় শিল্পী হবে, পরিচারক হবে। এখানেই আমার ভালো লাগা। আর এইচ সোহেলের প্রযোজনায় নতুন নির্মিত নাটকগুলোর মধ্যে তিনটি নাটক পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া। এর মধ্যে ‘বেশি ভালো ভালো না’ এবং ‘ঝগরাটে বউ’ নাটক দুটি সঞ্জয় বড়ুয়া নিজেই লিখেছেন, তার পরিচালনায় ‘মাইন্ড গেম’ নামের বাকি নাটকটি লিখেছেন অনামিকা মন্ডল। অনুপ বালার রচনায় দুটি নাটক পরিচালনা করেছেন এসআই সোহেল। নাটক দুটি হল ‘মেঘে মেঘে অনেক বেলা’ ও ‘সম্পর্ক’। জুয়েল এলিনের রচনায় ‘তেরেকেটেমারেগামা’ নামের একটি নাটক পরিচালনা করেছেন রতন হাসান। শফিকুর রহমান শান্তুনুর রচনায় ‘আমি খুব বিরক্ত’ নামের একটি নাটক পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। সোহেলের প্রযোজনায় আরও কিছু নাটক পরিচালনা করবেন ইমরাউল রাফাত, ইমদাদুল হক ও শাহিন স্বাধীন।