আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে আজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২১ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  চীন থেকে কেনা সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ। শনিবার রাতে দুটি পৃথক উড়োজাহাজ ১০ লাখ করে টিকার চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো.শামসুল হক বলেন, আরো ২০ লাখ ডোজ টিকা শনিবার আসার কথা রয়েছে। রাতের ফ্লাইটে এসব টিকা ঢাকায় এসে পৌঁছাবে।

উল্লেখ্য, গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়।

টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে আরো ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।