আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সিপিএলে জ্যামাইকার হয়ে খেলবেন সাকিব

সিপিএলে জ্যামাইকার হয়ে খেলবেন সাকিব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২১ , ২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) নবম আসর শুরু হবে আগামী ২৮শে আগস্ট। ছয় দলের টুর্নামেন্টটির নতুন মৌসুমে তৃতীয়বারের মতো জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সিপিএল এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে। ২০১৩ সালে টুর্নামেন্টটির প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টেসের হয়ে খেলেন সাকিব। এরপর ২০১৬ সালে জ্যামাইকার হয়ে শিরোপা জেতেন এই বাঁহাতি স্পিনার। ফাইনালে গায়ানা অ্যামাজনকে মাত্র ৯৩ রানে আটকে ফেলার পেছনে বড় ভূমিকা ছিল সাকিবের। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। ২০১৭ আসরেও খেলেন জ্যামাইকার হয়ে। এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসে ফিরে আসেন সাকিব। ২০১৯ মৌসুমে শিরোপাও জেতেন দলটির হয়ে। এরপর নিষিদ্ধ হওয়ায় খেলতে পারেননি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়া ৮ম আসরটি। টি-টোয়েন্টিতে সাকিবের সেরা বোলিং ফিগার ওয়েস্ট ইন্ডিজের এই টুর্নামেন্টটিতেই। ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে বার্বাডোজের হয়ে ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। সাকিব সিপিএলে মোট ৩০ ম্যাচ খেলে নিয়েছেন ২৯ উইকেট। ২৫ ইনিংসে ১৮.৮৫ গড়ে করেছেন ৩৫৪ রান। ফিফটি একটি।
আগামী ২৮ শে আগস্ট থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর শেষ হবে সিপিএলের এবারের আসর। কোভিড পরিস্থিতির কারণে ৩৩টি ম্যাচের সবগুলোই হবে এক ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসে।