আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব লীড সিরিয়ার কারাগারে হামলা-সংঘর্ষে নিহত বেড়ে ৩৩০

সিরিয়ার কারাগারে হামলা-সংঘর্ষে নিহত বেড়ে ৩৩০


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২২ , ১১:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব লীড


আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের মধ্যে সিরিয়ায় কয়েক দিনের সংঘর্ষে ৩৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। কুর্দি বাহিনী স্থানীয় সময় রোববার (৩০ জানুয়ারি) জানিয়েছে যে, তারা টানা কয়েক দিনের লড়াইয়ে আইএস সদস্যদের প্রতিহত করতে পেরেছে। এক বিবৃতিতে সংগঠনটি লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করার কথা নিশ্চিত করে। গত বৃহস্পতিবার থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল দেশটিতে। সহিংসতার জেরে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ।

ছয় দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কুর্দি বাহিনী গত বুধবার কারাগারটি পুনরায় উদ্ধারের কথা জানায়। তবে শনিবার পর্যন্ত সংঘর্ষ চলে কুর্দি বাহিনী ও আইএস সদস্যদের মধ্যে। ব্রিটেনভিত্তিক একটি সংগঠনের দাবি, সংঘর্ষে ৩৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৪৬ জন আইএস সদস্য, ৭৯ জন কুর্দি বাহিনীর সদস্য। সংঘর্ষের সময় সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন।

যুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠনগুলো বলছে, এক রাতের মধ্যে রোববার ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়। কারাগারের ভেতরে ও বাইরে মরদেহগুলো পড়ে ছিল বলে জানায় তারা। গত শুক্রবার কারাগারে হামলার দায় স্বীকার করে আইএস। আইএসের মুখপত্র হিসেবে পরিচিত আমাক জানিয়েছে, আইএস সদস্যরা কারাগারে দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েকশ সদস্যকে মুক্ত করেছে। তিন বছর আগে সিরিয়ায় আইএসের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে জানা গেছে। ২০১১ সালের পর থেকে সিরিয়ায় শুরু হয় রাজনৈতিক সহিংসতা। এ পর্যন্ত দু’পক্ষের লড়াইয়ে বহু মানুষের প্রাণ গেছে দেশটিতে।