আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সিরিয়ার বাজারে ভয়াবহ রকেট হামলা, শিশুসহ নিহত ১৫

সিরিয়ার বাজারে ভয়াবহ রকেট হামলা, শিশুসহ নিহত ১৫


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২২ , ২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   সিরিয়ার উত্তরাঞ্চলের বাজারসহ অন্য এক স্থানে হামলায় ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতের খবর দিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার (১৯ আগস্ট) তুরস্কের নিয়ন্ত্রিত সীমান্ত শহর আল বাব এ প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বাহিনীর কামানের গোলায় এক শিশুসহ ১৫ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। সেখানকার একটি বাজারে হামলাটি হয়। কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র বাহিনী এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। এসডিএফের মিডিয়া বিভাগের প্রধান ফরহাদ শামি বলেন, শুক্রবারের হামলার ব্যাপারে তারা কিছুই জানেন না।