সিরিয়ায় তাঁবু অলিম্পিক
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ১:৫৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : মাটিতে পাতা গালিচা। তার ওপরেই উচ্চলাফ দিচ্ছে এক সিরীয় কিশোর। অপেক্ষায় আরও কয়েকজন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ফুয়া শহরে অনেকটা অলিম্পিকের অনুকরণে এক ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাঁবুতে বেড়ে ওঠা উদ্বাস্তু শিশুদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘টেন্টস অলিম্পিকস ২০২০’। ইদলিবে বর্তমানে প্রায় ৩০ লাখ মানুষের বাস। এর বেশিরভাগই দেশের বিভিন্ন অংশ থেকে পালিয়ে আসা উদ্বাস্তু। জাপানের টোকিওতে যখন অলিম্পিক শেষ হওয়ার পথে, তখন শনিবার ফুয়া শহরের বিশাল মাঠে নিজেদের ভার্সনের অলিম্পিকে অংশ নেয় প্রায় ১২০ কিশোর। এতে শুধু উচ্চলাফই নয়, ছিল জ্যাভেলিন ছোড়া ও দৌড় প্রতিযোগিতাও -এএফপি