আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Trainমৌলভীবাজার: পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেলসেতু দেবে যাওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (০৪ জুন) ভোরে শ্রীমঙ্গলে উপজেলার রানকিচড় এলাকায় ১৫৭ নম্বর রেলসেতুটি দেবে যায়। পরে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী আলী আজম এ তথ্য নিশ্চিত করেছেন।