আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিলেট ওসমানী হাসপাতালে এক প্রসুতি মা করোনা আক্রান্ত

সিলেট ওসমানী হাসপাতালে এক প্রসুতি মা করোনা আক্রান্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২০ , ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানী হাসপাতালে এক প্রসূতি মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের গাইনী বিভাগে ভর্তি রয়েছেন। ওই নারী ৪ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হন এবং একটি সন্তান প্রসব করেন। পরে তার করোনা উপসর্গ দেখা দিলে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় সোমবার সকালে তার করোনার পজিটিভ ধরা পড়ে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে হাসপাতালের গাইনী ওয়ার্ড বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা চলছে। ওই নারী সুনামগঞ্জে যাদের সংস্পর্শে ছিলেন-তাদেরকে কোয়ারেন্টিনে রাখতে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। শিশুটি সুস্থ আছে। বলে জানান ডা: আনিস। প্রসঙ্গত,এর আগে সিলেট বিভাগে আরো চার জনের করোনা ভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে ৫ জন করোনায় আক্রান্ত হলেন।