আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সিলেট সিটির মেয়র পদে নির্বাচন করবেন না আরিফ!

সিলেট সিটির মেয়র পদে নির্বাচন করবেন না আরিফ!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৩ , ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নিবেন না বর্তমান মেয়র আরিফুল হক। তিনি সোমবার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার এই সিদ্ধান্তের কথা সেখানে অবস্থানরত অন্যান্যদের জানান। লন্ডন সময় বিকাল ৪টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অন্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় মেয়র আরিফ নিজেই বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না। তবে মেয়র আরিফ সিলেট সদর থেকে সংসদ নির্বাচনের আশা ব্যক্ত করেন। এ বিষয়ে দল কোনো আশ্বাস দেননি এমনটাও জানা গেছে। এছাড়া মেয়র আরিফ বিএনপির পদ নিয়ে কথা তুলেন। তিনি বলেন, দলে তার একটি পদ নেই! তখন বৈঠকে জানানো হয় এ বিষয়টি পরবর্তীতে ভাবা হবে।
এ বিষয়ে মন্তব্য জানার জন্য দুই দফা মেয়র আরিফুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উত্তর মেলেনি। এদিকে, সারাদেশের মতো সিলেটেও বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না গেলেও মেয়র আরিফ নির্বাচন করবেন বলে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই।
এর আগে, মেয়র আরিফ যুক্তরাজ্য হয়ে ইতালির মিলান ঘুরে গত ৫ দিন ধরে লন্ডনে অবস্থান করেন। গত ৯ এপ্রিল লন্ডন থেকে ফ্লাইট করার কথা থাকলেও বৈঠকের জন্য ফ্লাইটটি পরিবর্তন করেন তিনি।