আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সীতাকুণ্ডে খেলাঘর ছোটদের বর্ষবরণ উদযাপিত

সীতাকুণ্ডে খেলাঘর ছোটদের বর্ষবরণ উদযাপিত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২৪ , ৪:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মেঘমল্লার খেলাঘর আসর ও সুরাঙ্গন খেলাঘর আসরের আয়োজনে ‘খেলাঘর ছোটদের বর্ষবরণ-১৪৩১’ উদযাপিত হয়েছে। গত রবিবার উৎসবমুখর পরিবেশে সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপিত হয়। খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর ছোটদের কন্ঠে বৈশাখী সংগীত ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়।

বিকেলে চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে দ্বিতীয় পর্বের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন এমপি। প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি গল্পকার দেবাশিস ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ. ম. ম দিলসাদ, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সীতাকুণ্ড মডার্ণ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশারফ, দ্বীপশিখা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রুবেল দাশ প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিল মেঘমল্লার খেলাঘর আসরের সহ-সভাপতি বিটু চৌধুরী, অমর শীল, উত্তম চৌধুরী, রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক সুজিত পাল, সুরাঙ্গন খেলাঘর আসরের সহ-সভাপতি পরেশ দাশগুপ্ত, বিজয় চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মুন্নি সেন, দুই আসরের সংগঠকবৃন্দ থেকে মোঃ রুবেল, জয়দেব ঘোষ, উজ্জল নাথ, ঋক ভট্টাচার্য, নয়ন বড়ুয়া, প্রিয়তম নন্দী, অনিক বড়ুয়া, জনি দাশ, প্রমিত মিত্র, প্রিয়তোষ নন্দী, অতনু বড়ুয়া প্রমুখ।
দ্বিতীয় পর্বে আসরের ছোট ভাইবোনদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে অংশগ্রহণ করে বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং অপূর্ব নৃত্য নিক্কন একাডেমী। আমন্ত্রিত শিল্পী বাউলা নাজিম, শান্তা দাশ ও মোহাম্মদ সাইম সানির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় বর্ণিল এই আয়োজনের।