আজকের দিন তারিখ ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনচক্র নিয়ে ‘বর্ডার’

সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনচক্র নিয়ে ‘বর্ডার’


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২২ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনচক্র নিয়ে ‘বর্ডার’শীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক ও সাঞ্জু জন সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘বর্ডার’। এটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর।  বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয় পোস্টারটি। এর ক্যাপশনে সিনেমাটি নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে- বর্ডার হলো দুই দেশের সীমানা। এই সীমানা দিয়ে বৈধভাবে পার হয় মানুষ, গরু ও নানান দ্রব্যাদি। তেমনি আবার হয় মাদকসহ নানান দ্রব্যাদির চোরাচালান। যোগ করা হয়, এই চোরাচালানকে ঘিরে গড়ে ওঠে বেশ কিছু গ্যাং। আবার তাদের মাঝে ঘটে নানা ঘাত, প্রতিঘাত, সংঘাত। সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘বর্ডার’। আসাদ জামানের কাহিনিতে সিনেমাটি নির্মাণ করেছেন সৈকত নাসির। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে।