আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি আটক

সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৬:০৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rajকাগজ অনলাইন প্রতিবেদক: রাজশাহীর চারঘাট সীমান্তে পদ্মা নদী থেকে মাছ ধরা দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১০ জেলেকে ধরে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। এর প্রতিবাদে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১১ জেলেকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বিজিবির ১ ব্যাটালিয়নের চারঘাট কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশি জেলেরা চারঘাটের সাড়িয়াখাল সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় বিএসএফ’র কাগমারী ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এরপর তাদের ফেরত না দেওয়ার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে বিজিবির চারঘাট বিকল্প বিওপির সদস্যরা সাড়িয়াখাল চকপাড়া সীমান্ত থেকে ভারতীয় জেলেদের আটক করে।

কোম্পানি কমান্ডার জানান, এ বিষয়ে ভারতীয় বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পতাকা বৈঠকের পর বিএসএফ বাংলাদেশিদের ছেড়ে দিলে বিজিবি ভারতীয়দের ছেড়ে দেবে।

তিনি আরো জানান, আটক ভারতীয়দের বর্তমানে বিজিবির চারঘাট বিওপিতে রাখা হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করতে চাননি তিনি। বিএসএফ’র হাতে আটক বাংলাদেশিদেরও নাম জানাননি তিনি।

তবে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চারঘাট পৌরসভার মিয়াপুর মহল্লার দুদু মিয়া, মান্না, ফারুক, মিজান, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মাসুদসহ বেশ কয়েকজন জেলে প্রতিদিনের মতো বুধবারও পদ্মা নদীতে মাছ ধরতে যান। সকাল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাদের পরিবারের সদস্যরা। তাদের ব্যাপারে বিজিবি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ধারণা করা হচ্ছে, এই জেলেরাই ভারতে বিএসএফ’র হাতে আটক রয়েছেন।

এ বিষয়ে বিজিবির ১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহজাহান সিরাজ বলেন, বাংলাদেশি জেলেরা বিএসএফ’র কাছে বন্দি রয়েছে। তারা নিজ নিজ দেশের সীমানা অতিক্রম করায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।